নিজস্ব প্রতিবেদক, নাটোর :: নাটোর শহরতলীর নারায়নকান্দি এলাকার ভেদরার বিল থেকে আল-আমিন নামে (৩২) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বিলের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত আল আমিন সিংড়া উপজেলার দমদমা এলালার কুদ্দুস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নাটোর-রাজশাহী মহাসড়কের পার্শে ভেদরার বিলের নারায়নকান্দি এলাকায় আবাদি জমি দেখতে এসে স্থানীয় কৃষকেরা ভুট্টার জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, ভুট্টার জমিতে মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Discussion about this post