স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের টেকনগরপাড়া মৌজায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ট্রাক স্ট্যান্ডের জমি স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ট্রাক, পিক আপ ও লরি চালকরা। আজ রবিবার দুপুরে গাজীপুর জেলা ট্রাক, পিক আপ ট্রাকলরি ড্রাইভারস ইউনিয়নের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
ট্রাক চালকরা জানান, বিগত সময়ে তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাড়কের পাশে ট্রাক স্ট্যান্ড ছিল। কিন্ত ওই এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে তথা ফ্লাইওয়ে নির্মাণের সময় ২০১৮ সালে স্থানীয় জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পুলিশ প্রসাশন ওই ট্রাক স্ট্যান্ড টেক নগরপাড়া এলাকায় খাসজমিতে স্থানান্তর করে। সম্প্রতি এক ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে সেখান থেকে ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেয়ার জন্য বলছে। মানববন্ধনে চালকরা ট্রাক স্ট্যান্ডের জন্য জমির সীমানা নির্ধারণ ও স্থায়ী বরাদ্দ এবং সহজ শর্তে স্থায়ী লিজ প্রদানের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে তারা স্থায়ী ট্রাক স্ট্যান্ডের দাবি জানান।
Discussion about this post