নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) হাসিব আজিজ বলেছেন, সাধারণ মানুষ যাতে উৎসব মুখর পরিবেশে রমজান ও ঈদ উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে আমরা রমজানের আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আজ রবিবার (৯ মার্চ) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বিভিন্ন মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত কোতোয়ালী থানার তামাকুমন্ডী লেইন বনিক সমিতির আওতাধীন মার্কেট, জহুর হকার্স মার্কেট, নিউ মার্কেট, টেরী বাজারসহ বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন এবং মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
হাসিব আজিজ বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে প্রস্তুতি অনুযায়ী এগুলো ফলদায়ক হচ্ছে। ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলেছি, তারা সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট। তবে এখানে আমাদের একটা কনসার্ন আছে, সেটা হচ্ছে ছিনতাইকারীর দৌরাত্ব। সেটা কমানোর জন্য এবং একটা পর্যায়ে নির্মূল করার জন্য পুলিশ অফিসাররা অক্লান্ত পরিশ্রম করছেন। প্রতিটি থানার ওসিরা সেহেরির পরও রাস্তায় থাকেন।’
তিনি আরো বলেন, ‘প্রতিদিনই ছিনতাইকারী গ্রেপ্তার করা হচ্ছে। এই ছিনতাইকারীদের দৌরাত্ম কমানোটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চল্যাঞ্জে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। শহরকে আরো কিভাবে নিরাপদ রাখা যায়, ট্রাফিক পরিস্থিতি আরো কিভাবে সহনীয় করা যায় সেবিষয়ে আমরা কাজ করব।
এ সময় পুলিশ কমিশনার ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলেন এবং দোকানিদের সহনীয় পর্যায়ে জামা-কাপড় বিক্রির পরামর্শ দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা, উপ পুলিশ কমিশনার ( ট্রাফিক দক্ষিণ) লিয়াকত আলীসহ অন্যান্য কর্মকর্তারা।
Discussion about this post