শেখ মামুনুর রশীদ মামুনঃ ময়মনসিংহ নগরীর বাদেকল্পা বাইপাসের উত্তর পাশে একটি অবৈধ কিশোরী জর্দা ফ্যাক্টরির কার্যক্রম ধীরে ধীরে রমরমা হয়ে উঠেছে। সাইনবোর্ড না থাকলেও, ফ্যাক্টরিটি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রেখে চলমান তামাকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যাক্টরির মালিক আমজাদ আলী দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমতি কিংবা কাগজপত্র ছাড়াই এই অবৈধ ব্যবসা পরিচালনা করছেন।
এ বিষয়ে এলাকাবাসী জানান, ফ্যাক্টরির কার্যক্রম দ্রুত বাড়ছে এবং দিন দিন আরও বেশি পরিমাণ তামাক তৈরি হচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এখানে কোনো সাইনবোর্ড নেই, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে স্থানীয়রা এই অবৈধ ব্যবসার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছেন এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
এলাকাবাসী জানিয়েছেন, সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ফ্যাক্টরিটি নজরদারি করা হলেও, তার নামে কোনো সরকারি অনুমতি বা প্রয়োজনীয় কাগজপত্রের সন্ধান পাওয়া যায়নি। তারা প্রশাসনকে এই বিষয়ে দ্রুত তদন্ত করার আহ্বান জানান, যাতে এলাকায় পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতি না হয়।
এখন প্রশ্ন হলো, প্রশাসন কী দ্রুত এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, নাকি স্থানীয়রা আরও দিন-দিন ক্ষতির মুখে পড়বে? সময়ই বলে দেবে।
Discussion about this post