নিজস্ব প্রতিবেদক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশে মা-বোন-নারীদের যতটুকু নিরাপদ বোধ করার কথা রাষ্ট্র ততটুকু নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। শকুনদের চোখ থেকে মা-বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ শনিবার বিকেল চারটায় জাতীয় জাদুঘরের সামনে জন-পরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
এসময় সারজিস আলম বলেন, রাষ্ট্র এক জিনিস ধর্ম আরেক জিনিস। রাষ্ট্র সবাইকে ধারণ করে। রাষ্ট্রকে ঘর মনে করলে চলবে না। আমি কোন কথাটি কোথায় বলতে পারবো তা মাথায় রাখতে হবে। কেউ যেন কারও ব্যক্তিগত বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে না দেয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, মব কালচার ব্যবহার করে বোনদের হেনস্তা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। আজকের পর থেকে কথা নয়, কাজ দেখতে চাই।
Discussion about this post