স্টাফ রিপোর্টার :: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে টঙ্গীতে র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। শনিবার (৮মার্চ) সকালে টঙ্গীর টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে নারী অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতেই “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করেছেন “এমপাওয়ারিং অপরচুনিটি অফ উইমেন ইনগেইজিং ইন আরএমজি সেক্টর (পাওয়ার) প্রকল্প” এবং বাস্তবায়ন করেছে “রেডি (রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ)”। আয়োজনে সহযোগিতা করেছে অক্সফাম ও ইউরোপিয়ান ইউনিয়ন।
অনুষ্ঠানে রেডি (রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ)” নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ জুবায়ের আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, রেডি পাওয়ার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. সাখাওয়াত হোসেন, রেডি পাওয়ার প্রজেক্ট প্রোগ্রাম ম্যানেজার মারিয়া সরকার, টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফুয়াদ উদ্দিন সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তর ডে কেয়ার অফিসার মোঃ মনির হোসেন, নাসরিন সুলতানা, শাহীনুর বেগম, মোঃ মেহেদী হাসান ডাঃ লামিয়া আফরিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেডি প্রোগ্রাম প্রজেক্টর আশরাফুল আলম। এ সময় বক্তারা কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।
Discussion about this post