জাকির মড়ল :গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদে স্বল্প আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী শেখ সোহেল। মানবিক উদ্যোগের অংশ হিসেবে রমজান মাস উপলক্ষে তিনি প্রায় শতাধিক পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন।শেখ সোহেল দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার অবহেলিত মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়েছেন। তার এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষগুলো উপকৃত হয়েছেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি,ছোলা,চিনি,ট্যাঙ্কসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ইফতার বিতরণ অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শেখ সোহেল বলেন,”আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। তারা যেন কষ্টে না থাকে, সেই চেষ্টাই করছি। রমজানের এই পবিত্র সময়ে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।”সংবাদকর্মী জাকির মোড়ল, যিনি ছোটবেলা থেকেই মানবসেবার স্বপ্ন দেখতেন, তিনি বলেন,”আমি সবসময় চেয়েছি মানুষের পাশে দাঁড়াতে। আজ প্রবাসী শেখ সোহেল ভাইয়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা।”স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজান মাসে এই সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আরও বলেন, প্রবাসী শেখ সোহেলের মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তাহলে দরিদ্র ও অসহায় মানুষদের কষ্ট অনেকটাই লাঘব হবে।এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের অন্যান্য বিত্তবানদেরও উৎসাহিত করবে বলে মত দেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা শেখ সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।রমজানের এই মহৎ উদ্যোগ প্রমাণ করে যে, দূর প্রবাসেও থেকে কেউ চাইলে নিজের এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারেন। শেখ সোহেলের এই মানবিক কর্মকাণ্ড নিঃসন্দেহে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
Discussion about this post