ক্রীড়া প্রতিবেদক :: এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় করেছেে বাংলাদেশ। থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয় বাংলাদেশের। ইরানে বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে আছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শাহনাজ পারভীন মালেকা। ইরান থেকে তিনি জানান, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো। আমাদের জন্য দোয়া করবেন। সেমিফাইনালে ইরানকে হারিয়ে আমরা যেন ফাইনালে যেতে পারি।’
ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ জিতেছে ৪২-২৭ পয়েন্টে। অন্যদিকে, সব ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফেভারিট ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারত ৭৩-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে। অপেক্ষা ছিল রানার্স আপ দল নির্ধারণ নিয়ে। বাংলাদেশ ও থাইল্যান্ড উভয় দলই ভারতের কাছে হেরেছে। তবে মালয়েশিয়াকে হারিয়েছে দুই দলই। তাই গ্রুপে বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দলের পয়েন্ট ছিল সমান। এর ফলে বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল অঘোষিত কোয়ার্টার ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও প্রথমার্ধে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ দল। ২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ১৩ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ম্যাচে আর ফিরতে পারেনি থাইল্যান্ড। ৪২-২৭ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারে নাম লেখায় বাংলাদেশ।
Discussion about this post