রেজাউল করিম:: গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের ২০ হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কাযক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এসব ঈদ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ ওই উদ্যোগেটি নিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় প্রতিটি জেলা ও উপজেলায় হতদরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ৮ হাজার পরিবারকে দেয়া হচ্ছে লুঙ্গী ও কাপড় এবং ১২ হাজার পরিবারকে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী। এক কেজি পোলোও চাল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, এক প্যাকেট দুধ, এক প্যাকেট সেমাই, একটি করে লুঙ্গি, একটি করে শাড়ি ও অন্যান্য খাদ্য সামগ্রীসহ ঈদ উপহার সামগ্রী বিতরণের প্যাকেট প্রস্তুত করা হয়েছে। এগুলো এখন সাইজুদ্দিন ভাইয়ের নির্দেশ মোতাবেক ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে। কালিয়াকৈর পৌরবাসী বলছেন, ঈদকে সামনে রেখে পৌরবাসীকে ভালোবেসে এমন উদ্যোগ আগে কেউ নেয়নি। প্রতিটি ওয়ার্ডে লিষ্ট করে গরীব দুঃখী মানুষের মাঝে উপহার পৌঁছে দিচ্ছে এজন্য সাইজুদ্দিন মানুষের মনে বেঁচে থাকবেন। আগামীতে কালিয়াকৈর পৌরবাসী তার মতো মানুষকে মেয়র হিসাবে দেখতে চায়। কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ বলেন, “পৌর এলাকায় ৯ টি ওয়ার্ড রয়েছে। এসব এলাকার দরিদ্র ও অসহায় ২০ হাজার পরিবারের তালিকা করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরন করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে গিয়ে এসব সামগ্রী পৌছে দেয়া হচ্ছে যাতে তাদের রোজার মধ্যে কষ্ট করে কোথাও যেতে না হয়। এগুলি বিতরন শেষ হওয়ার পর আরো কেউ বাদ পড়লে তাদেরকেও ঈদ উপহার দেওয়ার প্রস্তুতি রয়েছে।
Discussion about this post