স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বুধবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি)।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর আট থানা এলাকা থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানা আটজন, বাসন ও গাছা থানায় তিনজন করে, টঙ্গী পশ্চিম থানায় দুজন, সদর মেট্রো থানায় একজন, ডিবি উত্তর চারজন ও ডিবি দক্ষিণ একজনকে গ্রেফতার করে।
Discussion about this post