নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: পবিত্র রমজানে স্বল্পআয়ের মানুষের জন্য ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। সুলভ মূল্যে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা ও প্রতি ডজন ডিম ১১০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহে মঙ্গলবার ও বুধবার প্রতিদিন ১ হাজার কেজি মাংস ও ১০ হাজার পিস ডিম বিক্রি করা হবে। একজন ক্রেতা এক কেজি মাংস ও এক ডজন ডিম ক্রয় করতে পারবেন। পুরো রমজান মাস ধরে এ কার্যক্রম চলবে। রমজান মাসে স্বল্প আয়ের মানুষ বাজারের থেকে কম দামে যেন আমিষ পণ্য মাংস ও ডিম খেতে পারে সেজন্য এই উদ্যোগ।
Discussion about this post