জাহিদ হাসান জিহাদ :: মাসব্যাপী ইফতারের আয়োজনের উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। রবিবার সন্ধায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে রমজানের প্রথম দিনে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করেন তিনি।
প্রথম দিনের কয়েক হাজার রোজাদারকে ইফতার করানো হয়েছে। গণইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের এই বিশেষ আয়োজন।
এম মঞ্জুরুল করিম রনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। সেজন্য এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য তেমন কিছু করা সম্ভব হয়নি। এজন্যই এবার এই ধরনের জনকল্যাণ ও সেবামূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষগুলো সারা দিন রোজা শেষে ইফতার থেকে বঞ্চিত না হয়। সেজন্যই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে কোনো রোজাদার ব্যক্তি ইফতার থেকে বঞ্চিত না হন। এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান তিনি। সবার সহযোগিতা পেলে আগামীতে আরও বড় করে আয়োজন করার আশ্বাস দেন তিনি। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের তিনি আহ্বান জানান এই ধরনের আয়োজনে অংশ নিতে।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের কথা বলেছেন, সুতরাং আগের সেই নিয়ম থেকে বেরিয়ে এসে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
রোজার প্রথম ৭ দিন ভাওয়াল রাজবাড়ী ময়দানে রোজাদারদের ইফতারের এই কার্যক্রম চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে কর্মসূচি টঙ্গী, কোনাবাড়ীসহ নগরের অন্যান্য স্থানে চালু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে।
এম মঞ্জুরুল করিম রনি বলেন, প্রথম দিনে আমি এই ময়দানে রোজাদারদের সঙ্গে ইফতার করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
এ কার্যক্রম পরিচালনার জন্য কমিটির আহ্বায়ক গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননি এবং সদস্য সচিব সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন। আপ্যায়ন কমিটির আহ্বায়ক সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া এবং সদস্য সচিব সাইফুল ইসলাম টুটুল। শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকম মোফাজ্জল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীমসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
Discussion about this post