নিজস্ব প্রতিবেদক:: হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজা ও তিন বোতল ভারতীয় মদসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ মার্চ) রাতে র্যাব ৯ ও বিজিবি এই অভিযান পরিচালনা করে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে ৬৯ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করে। তারা হলো— মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে সিফাত আলী (৪২), সুলতানপুর গ্রামের মিয়াক আলীর ছেলে আনোয়ার মিয়া (৩২) ও মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৫)।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ রবিবার (২ মার্চ) সকালে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে শনিবার রাতে চুনারুঘাট উপজেলার ন্যারাক্ষেত নামক স্থান থেকে ৫০ কেজি গাঁজা ও তিন বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি সাতছড়ি বিওপি। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মাদককারবারিরা পালিয়ে যায়।
Discussion about this post