জাহিদ হাসান জিহাদ।। পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছেন, গাজীপুর মাহানগর বিএনপির
সাধারণ সম্পাদক, এম মঞ্জুরুল করিম রনি।৷ শনিবার (০১ মার্চ)বিকেলে নিজের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রতিদিন কয়েক হাজার এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। গাজীপুর মহানগর বিভিন্ন এলাকা প্রতিদিন বিকাল ৫টার শুরু হবে ইফতারের এই কর্মসূচি ।
তিনি বলেন, মাহে রমজানে তার পক্ষ থেকে গাজীপুর মহানগরে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের আয়োজন করেছেন। এই আয়োজনকে একটি মডেল কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন,সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন নিজ নিজ উদ্যোগে জনকল্যাণে এই মহৎ কাজে শরিক হতে পারেন বলেও জানান তিনি।
উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্বথানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্মাপক গাজী সালাউদ্দীন,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল,
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, গজিপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীমসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Discussion about this post