আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের বড়াইগ্রামে আদম ব্যবসায়িক এক শিক্ষক সাড়ে ৪ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও।
অভিযুক্ত ঐ শিক্ষকের টাকা গননার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। ঘটনাটি আজ সপন ইসলাম নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আপলোড করে করলে মূহুর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
স্থানীয় সূত্রে জানা যায়,অভিযুক্ত ওই ব্যক্তি মোঃ নুরুজ্জামান ( মিলন) উপজেলার মাঝগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (কৃষি) ও আদম ব্যবসায়ি। তার স্থায়ী ঠিকানা ঈশ্বরদী নারীচা। তবে কদিমচিলান ইউনিয়নের বেলগাছি গ্রামে ঘরজামাই থেকে মাঝগাঁও উচ্চবিদ্যালয় চাকুরী করে। ফেসবুকে পোস্ট করা ওই ভুক্তভোগী জানান, প্রতারক ওই আদম ব্যবসায়ি শিক্ষক নিজ এলাকায় ঈশ্বরদীসহ নাটোর, ধানাইদহ, কয়েন বাজার, বেলগাছি এলাকার মোট ৪৫ জনের কাছ থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। তার মধ্যে সপন ইসলাম এর থেকে নিয়েছে ১০ লক্ষ টাকা।
এবিষয় মাঝগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুস্তম আলী মোল্লা জানান, আমার জানা মতে মিলন বিদেশে লোক পাঠায়, আমার কাছে ছুটি নিয়েছে গত ১৫ দিন হলো এখন তার মুটোফোন বন্ধ। তিনি বিদ্যালয়ে যোগদান করলে বা যোগাযোগ করতে পারলে প্রকৃত ঘটনা জানতে পারবো।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান,এই বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post