আল আমিন, নাটোর প্রতিনিধি :- পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নাটোরে অভিযান চালিয়েছে জেলা ট্রাস্কফোর্স কমিটি।
এসময় শহরের নিচাবাজারে মুরগি, খাসির মাংস এবং মুদি দোকানে অভিযান চালিয়ে ১৫হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বাজার মনিটরিংয়ে অংশ হিসেবে আজ শনিবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসমা খাতুনের নেতৃত্বে শহরের নিচাবাজারে নিত্যপণ্যের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মুরগির দোকানে মূল্য তালিকা না থাকায় দুটি দোকানকে ৮হাজার টাকা, পৌরসভার সিল ছাড়া খাসির মাংস বিক্রি করায় ৫হাজার টাকা এবং শিশু খাদ্য বিক্রির অনুমোদন না থাকার পাশাপাশি লেভেল না থাকায় দুটি দোকানকে ২হাজার সহ মোট ১৫হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালযের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ।
অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নাজমুল ইসলাম, ক্যাবের জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নিলা,সাধারণ সম্পাদক রইচ উদ্দিন উপস্থিত ছিলেন।
Discussion about this post