নিজস্ব প্রতিবেদক:: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকার সন্ত্রাসী সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাবো।
তিনি বলেন, রমজান মাসজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে বিরামহীন কাজ করে যাচ্ছে ডিবি পুলিশ। ছদ্মবেশে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে।
শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশে ডিবি কর্তৃক পরিকল্পিত কার্যক্রম সংক্রান্তে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিবি প্রধান বলেন, ইতিমধ্যে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, আমরা বিশ্লেষণ করে দেখেছি, বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধে জড়াচ্ছে। পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক সরকারের অনুসারীরাও অপরাধীদের উস্কে দিচ্ছে। ইতিমধ্যে অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। যারাই অপরাধে যুক্ত হবে- তাদেরকেই আইনের আওতায় আনা হবে। রমজান উপলক্ষে, ব্যাংক, শপিংমল, লঞ্চ টার্মিনাল, বাসস্টপ ও বীমাসহ যেসব জায়গা ঘিরে মানুষের ব্যস্ততা থাকে, সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান রেজাউল করিম মল্লিক।
Discussion about this post