স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৯নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ মাগরিব এই অফিস উদ্বোধন করা হয়। সাংগঠনিক উদ্বোধন উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে কাজ করছে। সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্বের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গাজীপুর মহানগরীর প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করতে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর জজ কোর্টের এপিপি এবং ৪৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট শাহিন মোল্লা। তিনি বলেন, “গাজীপুর মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।”এ সময় উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
Discussion about this post