ইসটাফ রিপোটার গাজীপুর : গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. বাবুল হোসেনের নেতৃত্বে, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে শওকত হোসেন সরকারের উদ্বোধনী বক্তব্যে রাজপথে শান্তি প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
বিক্ষোভ মিছিলটি কোনাবাড়ী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী। তারা সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মিছিল শেষে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা বলেন, “রাজপথে শান্তি প্রতিষ্ঠা, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া এবং মাদক মুক্ত গাজীপুর গড়তে আমরা একসাথে থাকবো।”
এই আন্দোলনটি গাজীপুরে সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে, যা নগরবাসীর মধ্যে নিরাপত্তা এবং শান্তির চেতনা জাগিয়ে তুলেছে।
Discussion about this post