জুলফিকার আলী জুয়েল : গাজীপুর মহানগরীর বাসন থানার বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী ও ডাকাতি প্রস্তুতিকালে ৫জন কে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জিএমপি বাসন থানা অফিসার ইনচার্জ কায়সার আহমেদ বলেন শুক্রবার বিকাল সোয়া তিনটায় মহানগরীর ১৫নং ওয়ার্ড ভোগড়া সোবাহান মেম্বারের বাড়ির সামনের বালুর মাঠ থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৫জন কে আটক করা হয়।
আটককৃত আসামিদের নামঃ জামালপুরের বকশিগঞ্জ থানার আবুলপাড়ার ব্যংঙ্গা ড্রাইভারের ছেলে লিটন (২২), সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন, পোড়াবাড়ী (র্যাব অফিসের পাশে) এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। ময়মনসিংহের গৌরিপুর উপজেলার তাতকুড়া গ্রামের মৃত আসেদ আলীর ছেলে মোঃ হৃদয় (১৯) সে গাজীপুর মহানগর বাসন থানাধীন ইটাহাটা(জব্বার হাজীর বাড়ির ভাড়াটিয়া)
গাজীপুর মহানগর সদর থানা শালনা এলাকার রজব আলীর ছেলে সৌরভ (১৯), কক্সবাজার জেলার চকরিয়া থানার বাড়ামোহরী এলাকার হাসু মিয়ার ছেলে বেলাল মিয়া (২৩), কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম কোনাখনী এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ রায়হান (১৯) সে গাজীপুর মহানগর বাসন থানাধীন আউটপাড়ায় ভাড়ায় থাকে,
জিএমপি বাসন থানা অফিসার ইনচার্জ বলেন আটককৃত আসামিদের নিকট থেকে ০৪ (চার) টি রাম দা ও ০১ (এক) টি দা উদ্ধার করা হয়। তিনি বলেন পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে বাসন থানার মামলা নং-৩৯, তারিখ-২৮/০২/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়।
Discussion about this post