নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে সমুদ্রপথে মাদক পাচারকালে চার লাখ পিস ইয়াবাসহ ১৬ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত ৮টা হতে বৃহস্পতিবার মধ্যরাত ১টা পর্যন্ত কোস্ট গার্ড ও র্যাবের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুর চর এলাকায় একটি যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০) এবং খলিল আহম্মদ (৩৯)। আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে অংশ হিসেবে বুধবার রাত ৮টা হতে বৃহস্পতিবার মধ্যরাত ১ টা পর্যন্ত কোস্ট গার্ড ও র্যাবের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুর চর এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন পাচারকারীকে আটক করা হয়। এছাড়া একই অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩ লাখ পিস ইয়াবাসহ সর্বমোট ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়।
সিয়াম-উল হক জানান, আটককৃত ইয়াবা পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা।পরবর্তীতে জব্দকৃত আলামতসহ ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post