স্টাফ রিপোর্টার: ক্রয়কৃত বাজারের ইজারার টেন্ডার জমা দিতে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন মনিপুর এলাকার জুলহাস হোসেন বেগ ও আসাদুজ্জামান নামের দুই ব্যাক্তি। তাদেরকে ৪ ঘন্টা আটকিয়ে রেখে মারধর শেষে তাদের কাছে থাকা ৫ লক্ষ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় জুলহাস হোসেন বেগ নামের এক ব্যাক্তি গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ২৬-০২-২০২৫ ইং তারিখে মনিপুর বাজারের ক্রয়কৃত টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল। আমাদের ক্রয়কৃত টেন্ডার জমা দেওয়ার জন্য গত বুধবার সকালে মনিপুর গ্রামের মৃত রুস্তম বেগের ছেলে জুলহাস হোসেন বেগ ও বিকেবাড়ি গ্রামের কামাল হোসেন সবুরের ছেলে আসাদুজ্জামান ক্রয়কৃত টেন্ডার জমা দিতে যাওয়ার পথে হোতাপাড়া খতিব খামার বাড়ি সংলগ্ন স্থানে পৌছালে আগে থেকে উৎ পেতে থাকা মনিপুর গ্রামের দুলু মিয়ার ছেলে রুহুল আমিন (৩৫), মৃত শুকুর আলীর ছেলে আজিজ হোসেন (৪৩), মৃত মহর আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৮) সহ ৫/৬ জন সহযোগী ব্যাক্তি দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। উক্ত গালিগালাজের প্রতিবাদ করলে আমাদের উপর আতর্কিত হামলা চালিয়ে আমাদের নিকটে থাকা ২টি টেন্ডার ছিনিয়ে নেয়। এবং ২ জনের নিকটে থাকা ৫ লক্ষ টাকা লুট করে নেয়। এবং আমাদেরকে উল্লেখিত আসামিরা পাশ্ববর্তী জঙ্গলে ৪ ঘন্টা আটকে রাখে। এবং আমাদের আত্মচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে উক্ত আসামিরা পালিয়ে যায়। এসময় তারা বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
Discussion about this post