স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে কার্ভাডভ্যানের ধাক্কায় শওকত আলী (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আমতলী কেরানিরটেক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের জাভান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত আলী টঙ্গী পূর্ব থানার আমতলি কেরানিরটেক এলাকার মৃত জামির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে শওকত আলী ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি কার্ভাডভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post