জুলফিকার আলী জুয়েল : গাজীপুরের কোনাবাড়ীতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৪টায় কোনাবাড়ী বিসিকের ১ নম্বর গেট থেকে শুরু হওয়া এ মিছিলটির নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে দলীয় নেতা-কর্মীসহ স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাবুল হোসেন বলেন, “কোনাবাড়ীর মাটিতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। আমরা জনগণের পাশে আছি এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব। কোনাবাড়ী থানা বিএনপি কখনো কোনো সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।” তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা সবাই মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ জনগণও অপরাধের বিরুদ্ধে সোচ্চার হবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির নেতারা।
Discussion about this post