স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরে মসলার উন্নত জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠদিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভা ব্লকের দুর্বাটি গ্রামে এর আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মতিন বিশ্বাস ও কৃষিবিদ সঞ্জয় কুমার পাল। এ সময় স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
Discussion about this post