স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটির বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও নগরীতে সিএনজি চালিত অটোরিকশা চালকদের যাত্রী পরিবহণে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অটোরিকশা মালিক ও চালকেরা। এতে দীর্ঘ যানজটের কারণে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মহানগরীর সাবেক মেয়র জাহাঙ্গীরের বাড়ির সামনে হারিকেন এলাকায় এই আন্দোলন কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
চালকরা জানায়, আমরা যাত্রী পরিবহনে গাজীপুর মহানগরে কোন নির্দিষ্ট পার্কিং পাই না। চলন্ত অবস্থায় দরদাম করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী টানতে হয়। তাছাড়া একটু কালক্ষেপণ হলেই ট্রাফিকের চাঁদাবাজি, মামলা ও ডাম্পিনের যন্ত্রণাভোগ করতে হয়। আমরাও মানুষ। আমাদের জীবন জীবিকার জন্য শহরে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন (ট্রাফিক) এডিসি অশোক কুমার পাল জানান, অটোরিকশা মালিক ও চালকেরা আমাদের সঙ্গে অফিসে এসে তাদের দাবির বিষয়ে কথা বলবেন। আপাতত তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন।
Discussion about this post