টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দত্তপাড়া দীঘিরপাড় এলাকায় সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক উপদেষ্টা মো. আব্দুল ওহাব মোল্লার সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,টঙ্গী পাইলট স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক প্রদীপ অধিকারী,সাদেক মোল্লা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সভাপতি প্রফেসর হারুন অর রশিদ, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ সুমন,৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরী,৪৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল আলম বাদল, মোহাম্মদ কাসেম মোল্লা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রমজান আলী বাবু প্রমুখ। অনুষ্ঠানে শেষে দোয়া ও তবারক বিতরন করা হয়।
Discussion about this post