স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। সদর উপজেলার মনিপুর এলাকায় কারখানা, জুট ও ৭০ লাখ টাকার বিনিময়ে ৪১৯ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিকদার মোজাফ্ফর আহমেদ। অভিযোগপত্রে প্রবাসী শিকদার মোজাফ্ফর আহমেদ বলেন, জয়দেবপুর থানার মনিপুর মৌজায় সিএস ৩৩, এসএ ১৭৭, আরএস ১১৭নং খতিয়ানে সিএস ও এসএ ২৪২, আরএস ৬৯২, ৬৯৩, ৬৯৪, ৭০০নং দাগে মোট জমি ১০৩৯ শতাংশ। আমরা ভিন্ন ভিন্ন দলিল মূলে মালিক হয়ে ৬১৯ শতাংশ জমি একাধিক ব্যক্তির কাছে হস্তান্তর করেছি। আর বাকি ৪১৯ শতাংশ জমি পার্শ্ববর্তী এনার্জি প্যাক লি. কারখানা গাজীপুর সদর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. মোতালেব হাজী, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মো. শাহজালাল ও ভাওয়ালগড় ইউনিয়নে যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আমির হাসান রিপনসহ তাদের সহযোগী আরো ২৫-৩০ জনকে নিয়ে অবৈধভাবে দখল করে। পরে আমাদের জায়গায় টিনের বাউন্ডারি দিয়ে ওয়াল নির্মাণ করে। আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় আমাদের এই জায়গা অবৈধভাবে দখল করেছে।
তিনি আরো জানান, আমার ভাই-বোনেরা আমেরিকা প্রবাসী। আমি জুলাইয়ের ২৮ তারিখ দেশে আসি। পরে সারাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে এনার্জি প্যাক লি. কারখানা আমাদের জমি দখল করতে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে জমিতে সীমানা নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি বাধা দিলে বিএনপির নেতারা খারাপ আচরণ করতে থাকে। পরে ভয়ভীতি ও হুমকি দিয়ে আমাকে তাড়িয়ে দেয়। পরে এনার্জি প্যাক লি. কারখানার জুট ও ৭০ লাখ টাকার বিনিময়ে আমাদের জায়গা অবৈধভাবে দখল করে দেয় সদর উপজেলা বিএনপি ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির নেতারা। এ ঘটনায় বিএনপির মহাসচিব, যুগ্ম-মহাসচিব, জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে বলে জানান তিনি।
Discussion about this post