স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যুর হয়েছে। মঙ্গলবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাই করার সময় মোবাইলসহ এক ছিনতাইকারীকে আটক করে পথচারীরা। এ সময় উপস্থিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
জানা যায়, সাধারণ যাত্রীদের কাছ থেকে প্রতিনিয়ত ছিনতাইকারীরা জোরপূর্বক মোবাইল, মানিব্যাগ, টাকা-পয়সা, মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। কেউ বাধা দিলে তাকে ছিনতাইকারীদের হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে গুরুতর যখম করে। এমনকি গত কয়েক মাসে ছিনতাইকারীদের আঘাতে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিশেষ করে টঙ্গীর স্টেশন রোড ছাড়াও,টঙ্গী বাজার গাজীপুরা, এরশাদনগর, টঙ্গী রেলওয়ে স্টেশন,নতুন বাজার,বউবাজার এলাকাতে প্রতিনিয়ত উদ্বেগজনক হারে ছিনতাই এর ঘটনা ঘটছে।
উল্লেখ্য, টঙ্গীতে ছিনতাইয়ের ঘটনা ভয়াবহ রূপে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে টঙ্গীর স্টেশন রোড ছিনতাইকারীদের অভয়ারণ্য হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছে।
Discussion about this post