স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীতে মোবাইল ছিনতাই করে পালানোর সময় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা ছিনতাইকারী (২৪) নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, টঙ্গীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় জনতা সাধ্যমতো সংঘবদ্ধভাবে চলাচল করে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোডের বালুর মাঠ এলাকায় এক ছিনতাইকারী পথচারীর মোবাইল ছিনতাই করে পালানোর সময় জনতা হাতেনাতে ধরে ফেলে। এসময় উৎসুক জনতার পণপিটুনিতে রাত ১০টার দিকে ছিনতাইকারী মারা যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম গণপিটুনিতে ছিনতাইকারী নিহতের খবর নিশ্চিত করেন।
Discussion about this post