জুলফিকার আলী জুয়েল : জানা যায়,এ প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের নাম হচ্ছে বাবু তার সহকর্মী হচ্ছে তৌফিক এবং তার বাড়ি হচ্ছে গাজীপুর সাইনবোর্ড, এই দুজন ব্যক্তি হ্যান্ডেল করে! “সিলভার সিটি সিকিউরিটি এন্ড পোস্ট সার্ভিস (SCT)” নামের এই প্রতিষ্ঠানটি আকর্ষণীয় বেতনের প্রলভোন দেখিয়ে বেকার যুবকদের চাকরির অফার দিয়ে প্রতারণা করা হচ্ছে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় শত জনকে ২২,৫০০ টাকা বেতনের চাকরি দিয়েছে বলে দাবি করা হলেও, তাদের কোথায় বা কোন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মেলেনি। ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি চাকরি প্রার্থীদের কাছ
থেকে জামানত বাবদ প্রতিজনের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করেছে। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
প্রতিষ্ঠানটির কার্যক্রম সন্দেহজনক হওয়ায় তাই কিছু ভুক্তভোগীর স্বীকারোক্তি নেওয়া হয় পরে বিষয়টা জানা যায় . ইমরান এবং খোকন নামে এক ভুক্তভোগী জানান , গোপন তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হোক এবং অফিসে তালা লাগিয়ে দেওয়া হোক ভুক্তভোগীরা জানান, ভুয়া সিকিউরিটি কোম্পানিগুলো বেকার যুবকদের আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা চালিয়ে আসছে। এ ধরনের প্রতারণা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন,!!
Discussion about this post