নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টা থেকে মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা আরো বলেন, কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. শাহজাহান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন মানিকসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Discussion about this post