স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের পিরুজালী এলাকায় আদুরী কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালিয়ে ৪৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এ সময় ১টি চিতা বিড়াল, ১টি বানর এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সযুক্ত ৮টি চিত্রা হরিণ জব্দ করা হয়েছে। এ ছাড়া এলাকার এক বিক্রেতার কাছ থেকে ২টি হনুমান এবং একটি দোকান থেকে ২০টি টিয়া ও ১২টি ঘুঘু বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, গাজীপুর জেলার পিরুজালী এলাকায় বিভিন্ন রিসোর্ট ও পিকনিক স্পটে গড়ে উঠেছে মিনি চিড়িয়াখানা। এসব স্থানে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বন্যপ্রাণী অবৈধভাবে সংগ্রহ ও প্রদর্শন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে আদুরী কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালানো হয়।
এ সময় ১টি চিতা বিড়াল, ১টি বানর এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সযুক্ত ৮টি চিত্রা হরিণ জব্দ করা হয়েছে। এ ছাড়া এলাকার এক বিক্রেতার কাছ থেকে ২টি হনুমান এবং একটি দোকান থেকে ২০টি টিয়া ও ১২টি ঘুঘুসহ মোট ৪৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করতে বন অধিদপ্তর আরও কঠোর নজরদারি ও অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
Discussion about this post