আল আমিন, নাটোর প্রতিনিধি :-বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা খুনি। গত ১৫ বছরে ও জুলাই বিপ্লবে দেশে যত গুম হত্যা হয়েছে জাতিসংঘ ঘোষণা দিয়েছে এর জন্য শেখ হাসিনা দায়ী। এসব গুম হত্যার জন্য শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইবুনালে করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান আহম্মেদ আজম খান। জনসভায় দুলু আরো বলেন, দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ভালো নয়। দিন দিন আইন শৃংখলার অবনতি হচ্ছে, দ্রব্য মূল্য বাড়ছে। সারা দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজী এবং ঢাকার যানজট বেড়েই চলেছে।
দুলু বলেন, তাই অন্তর্বর্তী সরকারকে অনুরোধ ২০ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। নির্বাচন আর দেরি করা যাবে না। দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্থান্তর করে বিদায় নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১দফা দিয়েছেন নির্বাচিত সরকার সেই ৩১ দফার মাধ্যমেই দেশের প্রয়োজনীয় সকল সংস্কার করবে।
নাটোরে জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, মোস্তাফিজুর রহমান শাহীন, বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
Discussion about this post