স্টাফ রিপোটার গাজীপুর: টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার ২৪ শে ফেব্রুয়ারি সকালে গাজীপুর মহানগর টঙ্গী মেট্রো পশ্চিম থানা বিএনপি’র উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়।
সকালে থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে , টঙ্গী কলেজ গেট এলাকায় বিভিন্ন মার্কেটে ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। পরবর্তীতে টঙ্গী সরকারি কলেজ অধ্যক্ষর কার্যালয়,টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সাথে বিএনপি নেতৃবৃন্দ কুশল বিনিময় ও রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে আলোচনা করেন। ৩১ দফার এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে।
লিফলেট বিতরণের সময় টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর , যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক শেখ সুমন, পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর, ছাত্রদলের সদস্য সচিব রাতুল ভুঁইয়া, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী ছাত্রদল নেতা দিপু দেওয়ান সহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post