নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাত দলের কাছ থেকে একটি ট্রাক জব্দ করা হয়। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন।
গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলেন- শরীফ হোসেন (২৬), নাঈম আহম্মেদ (২২), ইয়াসিন (২৪), রাজন (২২), হাসান (২১), মামুন মিয়া (২২) ও ইদ্রিস আলী (৫০)। নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, গত ২৯ জানুয়ারি বিকেলে রাজীব পরিবহন নামের একটি ট্রাকের চালক জুয়েল মিয়া ও তার হেলপার আলম মিয়াসহ চট্টগ্রামের মীরসরাই বারুইহাট বাজার থেকে ১৫ টন রড বোঝাই করে শেরপুর জেলার উদ্দেশ্যে রওনা করেন। পরদিন ভোরে ময়মনসিংহের ত্রিশাল রায়মনি এলাকায় পৌঁছামাত্র একটি খালি ট্রাক দিয়ে রডবোঝাই ট্রাকটিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। এ সময় খালি ট্রাক থেকে পাঁচজন ডাকাত ধারালো দা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে রডবোঝাই ট্রাকের চালক জুয়েলকে কুপিয়ে গুরুতর জখম করে এবং হেলপারকে ট্রাক থেকে ধাক্কা দিয়ে ফেলে রডভর্তি ট্রাক নিয়ে চলে যায়।
এরপর ঘটনাটি ত্রিশাল থানা পুলিশ অবগত হওয়ার পর ব্যাপক পুলিশি তৎপরতায় ভালুকায় ধীতপুর বাওয়ারগ্রাম নামক স্থানে লুণ্ঠিত ট্রাক এবং ট্রাকে থাকা রড রেখে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় রাজীব পরিবহনের ম্যানেজার মো. লুৎফর রহমান বাদী হয়ে ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেন।
শামীম হোসেন আরও জানান, মামলাটি রুজু হওয়ার পর ত্রিশাল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ছায়াতদন্ত শুরু করে। টানা দুই দিন অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণা থেকে এই ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির পণ্য গ্রহণকারী এক দোকানদারকে গ্রেপ্তার করা হয়।
Discussion about this post