স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাদিয়া আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে পাগাড় সালামের আটারকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাদিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার আনন্দপুর (গরদাইর) গ্রামের বাসিন্দা। স্বামীর সঙ্গে পাগাড় সালামের আটারকল এলাকায় ভাড়া বাসায় থাকত। তিনি একটি পোশাক কারখানায় হেলপার পদে চাকুরি করতেন।
পুলিশ জানায়, কারখানা ছুটি হওয়ার পর পায়ে হেঁটে বাসায় যাচ্ছিল সাদিয়া। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, শ্রমিক নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post