স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন-উপজেলার শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে অনিক মন্ডল (২৫) ও একই এলাকার শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)। আজ সোমবার সকালে শ্রীপুর থানার ডিউটি অফিসার এস আই সুজন এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান জানান, শৈলাট থেকে কাচিনা যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশাটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী দুজন সড়কে ছিটকে পড়েন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় একজন ও রাত ১১টায় আরেকজন রাজধানীর আলাদা দুইটি হাসপাতালে মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, সড়ক দুর্ঘটনার দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post