স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় হামিম গ্রুপের দ্যাটস্ ইট পোশাক কারখানায় শ্রমিক চাটাই এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকরা এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এতে দুর্ভোগে পড়েন ওই মহাসড়ক চলাচলকারী যানবাহন ও যাত্রীরা।
শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদান করে ৭৬ জন শ্রমিক ছাটাই এর নোটিশ দেখতে পায়। এই ৭৬ জন শ্রমিক ছাঁটায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে কারখানার সামনে আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করে। পরে সকাল সাড়ে ১০টা থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। শিল্প পুলিশের আশ্বাসে দুপুর একটার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা। শ্রমিকদের দাবি, তাদেরকে অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করতে হবে।
শিল্প পুলিশ গাজীপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে যায়। মালিকপক্ষের সাথে বিষয়টি আলোচনা করা হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে। তারপর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
Discussion about this post