স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১হাজার ৭৫১ বোতল ফেনসিডিলসহ আওয়ামী লীগ নেত্রী ও ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। আজ রবিবার দুপুরে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম (৫৮), মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)।
র্যাব সূত্রে জানা যায়, সারা দেশে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে র্যাব-১ এর একটি দল শনিবার রাতে টঙ্গীর ব্যাংকের মাঠের মাদক আস্তানায় সাড়াশি অভিযান চালায়। এ সময় মাদক কারবারি আওয়ামী লীগ নেত্রী ময়না ও তার সহযোগীসহ পাঁচ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১হাজার ৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সূত্রে আরো জানা যায়, ময়না বেগম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয়ের আড়ালে তারা এ ধরনের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেন।
Discussion about this post