জুলফিকার আলী জুয়েল : গাজীপুরের কাশিমপুরে পুলিশের বিশেষ অভিযানে রবিউল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগর কাশিমপুর ২নং ওয়ার্ডের লতিফপুর এলাকায় আব্দুল আজিজের অটোরিক্সার গ্যারেজের সামনের পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইন সহ রবিউল ইসলামকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম হলেো গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিম (মিশন গেইট) এলাকার রমজান আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া অপর অভিযানে সিআর মামলায় জুয়া আইনে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
১/ বাগবাড়ী ৫ নং ওয়ার্ড এলাকার সুলতানের ছেলে মো: ফারুক হোসেন,২/ মাধবপুর ১ নং ওয়ার্ড মৃত দাগু খানের ছেলে মোঃ ঈসমাইল হোসেন তুফান, থানা কাশিমপুর, গাজীপুর।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে কাশিমপুরের মাদক কারবারি রবিউল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন হয়েছে।
Discussion about this post