আল আমিন, নাটোর প্রতিনিধি :- ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িত জেলা প্রশাসকদের যেমন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ঠিক তেমনি ১৮ সালে নির্বাচনের সঙ্গে জড়িত পুলিশ সুপারদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলেছে। বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। ‘বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে ৬ মাস। এ ৬ মাসে ভেঙে পড়া পুলিশের মনোবল ফিরিয়ে আনা হচ্ছে।
আজ শনিবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
এসময় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামী গবেষণা ও ধর্মীয় কার্যক্রমের প্রসার ঘটাতে ২০২৩-২০২৫ সালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাগাতিপাড়ায় এই তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এটি ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে এবং চলতি মাসে আরও ৫০টি মসজিদ উদ্বোধন করা হবে। বাগাতিপাড়া মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Discussion about this post