স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বই পড়ার মধ্য দিয়ে তৈরি হয় আলোকিত মানুষ। আলোকিত মানুষের মাধ্যমে গড়ে উঠবে আলোকিত দেশ। সবার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলাসহ আলোকিত মানুষ তৈরি করার লক্ষ্য নিয়ে গাজীপুরের কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘের পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চর খিরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধন করা হয় পাঠাগারটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান। উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘যে পাঠাগার উদ্বোধন হলো, সেটার মাধ্যমে বই পড়ার প্রতি শিক্ষার্থীদের মাঝে ঝোঁক ও আগ্রহ সৃষ্টি হবে।’
এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা কে ধন্যবাদ জানিয়ে শাহ রিয়াজুল হান্নান আরো বলেন, ‘এই এলাকার তরুণ প্রজন্ম বই পড়ার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। এমন একটি উদ্যোগের জন্য মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাকির হোসেন, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল মনির, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, নরসিংদীর মনোহরদী উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘ’র সভাপতি ডা. সাইদুর রহমান, বসুন্ধরা শুভসংঘ’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, ফরাজি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজি, এ আর গার্লস হাইস্কুলের শিক্ষক গাজী শরীফ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, গণমাধ্যমকর্মী সাদিক মৃধা, শাহজাহান মোল্লা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ’র পরিচালক ও কালের কণ্ঠ’র জ্যেষ্ঠ সহসম্পাদক জাকারিয়া জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ’র কেন্দ্রীয় কমিটির সদস্য রানা সরকার।
Discussion about this post