মানসুরা আক্তার,স্টাফ রিপোর্টার:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে ইটখোলা মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফার আলোকে মৌচাক ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আহমেদ।
এ-সময় চলা কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন, শ্রী বাবু বিধান কৃষ্ণ বর্মণ, সহ-সাভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপি, মোঃ দেওয়ান গোলাম রাব্বানী, সহ-সভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপি, মোঃ আলী আজম খান, সভাপতি, বোয়ালী ইউনিয়ন বিএনপি, আরও উপস্থিত ছিলেন মোঃ হারুন অর-রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক, কালিয়াকৈর উপজেলা বিএনপি, মোঃ খলিলুর রহমান,সিনিয়র যুগ্ম সম্পাদক মৌচাক ইউনিয়ন বিএনপি, এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক সদস্য সচিব, গাজীপুর জেলা যুবদল, মোহাম্মদ আলী মোল্লা, সদস্য সচিব, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজার হাজার নেতাকর্মী।
৩১ দফার আলোকে মৌচাক ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ উপলক্ষে কালিয়াকৈরে উপজেলার মৌচাক এলাকা জনসমুদ্রে পরিনত হয়, কালিয়াকৈরে উপজেলা যুবদল নেতা ফরহাদ হোসেন প্রায় তিন হাজার লোকের এক বিশাল মিছিল নিয়ে প্রবেশ করে সমাবেশ মাঠে। এমন ছোট বড় আরও অসংখ্য মিছিল নিয়ে সমাবেশ মাঠে প্রবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৌচাক ইউনিয়ন বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী ছাইয়্যেদুল আলম বাবুল বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং তার দোসররা দেশে যে অরাজকতা করেছে তা এই বাংলাদেশের মানুষ ভুলে যায়নি, বর্তমান পরিস্থিতিতে ৩১ দফার আলোকে তারুণ্যের প্রতীক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে ঢেলে সাজানোর আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে আগামীতে গাজীপুর ১ আসনে মানুষের সেবা করার সুযোগ চেয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চান উপস্থিত জনসমাবেশে।
Discussion about this post