স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দিবসের শুরুতে একুশের প্রথম প্রহরে শ্রীপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজিব আহমেদ ,শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা বিএনপি, পৌর বিএনপির, শ্রীপুর প্রেস ক্লাব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।পরে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে আলোচনা সভা পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
এদিকে মিজানুর রহমান খান ডিগ্রী মহিলা কলেজে আলোচনা অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের সভাপতি এড.নাহীন আহমেদ মমতাজী আলোচনায় অংশ নেন। শ্রীপুুর সাহিত্য পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।মেলায় ২০ টি স্টল রয়েছে। মেলায় স্হানীয় লেখকদের প্রকাশিত বই শোভা পাচ্ছে।
Discussion about this post