মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিজিবি সীমান্ত এলাকায় ৩৪ লাখ টাকা মূল্যের ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে।
শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের পরিচালক নাজমুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানায়,
সকাল ৯ টায় গোপন তথ্যের ভিত্তিতে তিনি জানতে পারে উপজেলার ঠাকুরপুর বিওপির এলাকা দিয়ে ভারত থেকে রুপার একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে ৬বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে একটি টহল দল পীরপুরকুল্লা সীমান্তের মেইন পিলার ৯২ থেকে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পীরপুরকুল্লা গ্রামে অবস্থান নেয়। এসময় একজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ভুট্টা ক্ষেতে ফেলে দৌড়ে ভারতীয় ভূখণ্ডে পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল ওই বস্তা জব্দ করে বস্তা থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ছোট বড় ৩০টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট থেকে ১৪ কেজি ৯০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার দানাদার রুপা প্রায় ৩৪ লাখ টাকার রুপা জব্দ করা হয়।দুপুরে জব্দকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
Discussion about this post