আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে ১৭৫ পিস ইয়াবাসহ পুলিশের বরখাস্তকৃত এক কনস্টেবল ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নাটোর সদর উপজেলার জংলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ আদালতের মাধ্যমে দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন, বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের পুলিশের বরখাস্তকৃত কনস্টেবল উজ্জ্বল হোসেন ও মকবুল হোসেনের ছেলে মো. মাসুদ রানা। পুলিশ জানায়, বুধবার রাত ৯ টার দিকে নাটোর সদর উপজেলার জংলি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় পুলিশকে দেখেই তারা পালিয়ে যাবার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় উজ্জল হোসেনের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান বলেন, বরখাস্তকৃত এক পুলিশ সদস্যসহ তার সহযোগীকে ১৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Discussion about this post