স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ শ্রীপুর উপজেলা ও পৌর কমিটি ভেঙে দিয়ে বিতর্কের বাইরে থাকা কর্মীদের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীপুর টেংরা রাস্তার মোড়ে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির বিভিন্ন কমিটির নোতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া আগামি ২৫ ফেব্রুয়ারি জেলা বিএনপির সমাবেশ সফল করতে নেতাকর্মীদের এ সভার মাধ্যমে নির্দেশণা দেওয়া হয়।
মিছিলটি শ্রীপুর পৌর শহর প্রদক্ষিণ করে আবার টেংরা রাস্তার মোড়ে এসে থামে। এর পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠান করে তার। এ সমাবেশে নেতাকর্মীরা বলেন, মেয়াদ উত্তীর্ণ হলেও কমিটিগুলো বহাল আছে। এগুলো ভেঙে যোগ্য ও বিতর্কের বাইরে থাকা নেতাকর্মীদের মাধ্যমে কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। সমাবেশে অংশ নিয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সিরাজ উদ্দিন কাইয়াঁ বলেন,’ আগামীর আহবায়ক কমিটিসহ সকল নেতৃত্ব যাতে ঘুষখোর, দখলবাজ এবং চাঁদাবাজমুক্ত ব্যক্তিত্ব সম্পন্ন নেতারাই দিতে পারে এমন কমিটি দাবি করছি।’
Discussion about this post