স্টাফ রিপোর্টার, :টঙ্গীতে আবাসিক ভবন ও দুইটি ডায়িং কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
অভিযানে দুইটি কারখানা ও একটি আবাসিক ভবনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত টঙ্গীর মিরাশপাড়া নদী বন্দর এলাকার মোহাম্মদিয়া কালার ট্রেডিং ও মোহাম্মদিয়া ইয়ার্ণ ডায়িং নামক দুইটি কারখানাকে ৭৫ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা মাহাবুবুর রহমান বিদ্যুতের বহুতল ভবনে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারি সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।
এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মেজবা-উর-রহমান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসান, দেলোয়ার হোসেনসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন |
Discussion about this post