নিজস্ব প্রতিবেদক :: মেহেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী বিএএম। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলন আয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ডেন্ট মো. শফিউল আদমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনার রেঞ্জের উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী বিএএম।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন এর উপ-পরিচালক মো. খাদেমুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখার মেহেরপুরের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন।
Discussion about this post